চট্টগ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

চট্টগ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম : নগরীর ২৬ নং ওয়ার্ডে চৌধুরীপাড়া এলাকায় গোপাট সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার রাতের আধারে যাচ্ছেতাই দিয়ে সড়ক নির্মাণ করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীর সীমাহীন উদাসীনতার অভিযোগও করেন স্থানীয়রা।

রোড বিটুমিন বিহীন নর্মাল পাথর দিয়ে রাতের অন্ধকারে ঢালাই কাজ সম্পুর্ন করে। স্থানীয় লোকজন নির্মাণ কাজে বাধা দিয়েও ব্যর্থ হয়।

আরো পড়ুন : রূপনগর বস্তির আগুন এখন নিয়ন্ত্রণে
আরো পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলে অভিযান

এ ব্যাপরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) সকালের দিকে আলোচ্য সড়ক পরিদর্শনে গেলে অভিযোগের সত্যতা সরিজমিনে ঘুরে ঘুরে দেখান স্থানীয়রা।

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ব্যস্ত থাকায় স্থানীয় কাউন্সিলর আবুল হাশেম এ বিষয়ে কোন খোঁজ খবর রাখেননি বলেও অভিযোগ করেন কেউ কেউ। শুধু তাই নয়, স্থানীয় রাজনৈতিক নেতাদের ব্যস্ততার কারণে ঠিকাদার সুযোগ নিয়ে সহকারী প্রকৌশলীর মাধ্যমে আলোচ্য সড়ক নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করেন।

অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির সত্যতা পাওয়া যায়। তবে এবিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষীয় কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় লোকজনদের অভিযোগ নরমাল পাথরের ভূষি ও ১৩ নম্বর বিটুমিন দিয়ে রাতের আধারে রাস্তার কাজ সম্পন্ন করেন ঠিকাদার। এখনই বিটুমিন আর পাথর উঠে যাচ্ছে। বৃষ্টি হলে তো ধুয়েমুছে নিঃশেষ হযে যাবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এই ধরনের রাস্তা নির্মাণ কাজের মহোৎসব চলছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব পরিবর্তন আসবে মনে করে ঠিকাদাররা দ্রুত তাদের কাজ শেষ করে বিল হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।

নগরীর বেশ কিছু ওয়ার্ডে এই ধরনের নির্মাণ কাজ চলছে বলেও অভিযোগ উঠেছে। এতে জনগণের সুবিধা ভোগের চেয়ে দুর্ভোগ বাডবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিজ্ঞ মহল মনে করছেন এই ধরনের নির্মাণ মহাউৎসবে সরকারি কোষাগারের টাকার ব্যাপক ক্ষতি ও জনগণের দুর্ভোগ বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারীর দাবী জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন