রূপনগর বস্তির আগুন এখন নিয়ন্ত্রণে

রূপনগর বস্তির আগুন এখন নিয়ন্ত্রণে

ঢাকা : রাজধানীর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, মিরপুরের রূপনগর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বস্তির পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে। পুড়ে গেছে প্রায় দুই শতাধিক ঘর।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০ টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর সাড়ে ১২টার পর। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আরো পড়ুন : চট্টগ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
আরো পড়ুন : এশিয়ান গার্মেন্টসে অসন্তোষ, শ্রমিকরা আমরণ অনশনে

আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আগুনে কোনো হতাহতের তথ্যও এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

একই বস্তিতে কয়েকমাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগে।

আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শেয়ার করুন