বান্দরবানে পর্যটকবাহী পরিবহন মালিক সমিতির দুপক্ষের সমঝোতা

বান্দরবানে পর্যটকবাহী পরিবহন মালিক সমিতির দুপক্ষের সমঝোতা

বান্দরবান : দীর্ঘদিন পর বান্দরবানের পর্যটকবাহী পরিবহন মাহিন্দ্রা জীপ, কার-মাইক্রোবাস মালিক সমিতির মাঝে সমঝোতার মাধ্যমে সুস্থ ও সুন্দর লাইন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জেরিন আখতারের সভাপতিত্বে এই সমঝোতার সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : করোনার কালো ছায়া নির্বাচনী প্রচারণায়
আরো পড়ুন : চট্টগ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

এসময় সভায় পুরবী জীপ, মাইক্রো, মাহিন্দ্র মালিক সমিতি ও বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির মধ্যে সমঝোতা নিয়ে আলোচনার এক পর্যায়ে সিদ্ধান্ত হয় পুরবী জীপ, মাইক্রো, মাহিন্দ্র মালিক সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ ও অর্থ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির পক্ষে সমিতির সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাহাদুরসহ তিনজন সম্মিলিত ভাবে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির লাইন পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও পুরবী জীপ, মাইক্রো, মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম
চৌধুরী, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই প্রশাসন) সালাহ উদ্দিন মামুন, বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ নাছিরুল আলমসহ পুরবী জীপ, মাইক্রো, মাহিন্দ্র মালিক সমিতি ও বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা।