ওয়ার্ড কাউন্সিলরের নাইট গার্ড করোনা আক্রান্তে মৃত্যু চট্টগ্রামে

ওয়ার্ড কাউন্সিলরের নাইট গার্ড করোনা আক্রান্তে মৃত্যু

চট্টগ্রাম : দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরীর বাডীর নাইট গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে মারা গেছেন। মৃত বজল আহমেদ (৬৫) পাহাড়তলী থানার সাড়াইপাড়ার বাসিন্দা।

আরো পড়ুন : নিহত সেনার প্রতি বাংলাদেশ পুলিশের শোক ও সমবেদনা
আরো পড়ুন : স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্যারেড মাঠে সিএমপির ব্যতিক্রম কাঁচাবাজার

চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার (১৩ এপ্রিল) তিনি ভর্তি হন। এরপর তার নমুনা পরীক্ষা হলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনাভাইরাস পরীক্ষায় তার রিপোর্টে পজেটিভ আসে। শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গায় তার দাফন কাজ সম্পন্ন হবে। তার পরিবারের সাথে কথা হয়েছে। তারা এ বিষয়ে সম্মতি দিয়েছেন।’

উল্লেখ্য, চট্টগ্রামে বৃহস্পতিবার পর্যন্ত ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন রয়েছে ২৮ জন। ১ প্রতিবন্ধী শিশু, ২ বৃদ্ধ, ২ নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহানগরীরতে আক্রান্ত হয়েছে ২০ জন। উপজেলায় আক্রান্ত ১৩।

শেয়ার করুন