হ্যাকিংয়ের শিকার নিউইয়র্ক পোস্ট

হ্যাকিংয়ের কবলে পড়েছিল বিখ্যাত ট্যাবলয়েড সংবাদপত্র নিউইয়র্ক পোস্টের মোবাইল অ্যাপ। হ্যাকিংয়ের পর অ্যাপটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে পুশ নোটিফিকেশন পাঠানো হয়।

রবিবার (২ এপ্রিল) এই হ্যাকিংয়ের জন্য ব্যবহারকারীদের প্রতি ক্ষমাপ্রার্থনা করেছে নিউইয়র্ক পোস্ট। টুইটারে দেয়া পোস্টে বলা হয়, আমাদের মোবাইল অ্যাপের পুশ অ্যালার্ট সিস্টেম হ্যাকিংয়ের শিকার হয়েছিল। আমরা এই জন্য ক্ষমাপ্রার্থী। ১ এপ্রিল নিউইয়র্ক পোস্টের পুশ নোটিফিকেশন থেকে, ‘হেইল ডোনাল্ড ট্রাম্প’ নামে অ্যালার্ট পাঠানো হয় মোবাইলে। এছাড়া আরো ভিত্তিহীন সব পোস্ট পুশ নোটিফিকেশন করে পাঠানো হয়। রয়টার্স।

শেয়ার করুন