সংক্রমণ রোধে চীনাদের কুকুর-বিড়ালের মুখেও মাস্ক

ছবি সংগৃহীত

মরণ ভাইরাস করোনা সংক্রমণের ভয়ে কুকুর ও বিড়ালের মুখেও মাস্ক পরাচ্ছেন চীনারা। এই মাস্ক ‘টানবে শুদ্ধ বাতাস, ছাড়বে বিশুদ্ধ নিঃশ্বাস- যেন মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত না হন।’

পোষা প্রাণীও এ ভাইরাসে সংক্রমিত হতে পারে_চীনা বিশেষজ্ঞের এমন সতর্কতার পর মাস্ক কেনার হিড়িক পড়ে গেছে।

আরো পড়ুন : হাটহাজারীতে ইয়াবা বিক্রি করতে এসে র‌্যাবের হাতে যুবক আটক
আরো পড়ুন : করোনায় একদিনে আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

নিজেদের পাশাপাশি আদরের পোষা প্রাণীর জন্যও মাস্ক কিনছেন নাগরিকরা। মুখোশ পরা প্রিয় প্রাণীর ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অনেকেই। কুকুরের জন্য তৈরি বিশেষ মাস্ক আগের চেয়ে ১০ গুণ বেশি বিক্রি হচ্ছে।

বেইজিংভিত্তিক অনলাইন বিক্রেতা ঝউ তিয়ানজিয়াও বলেন, ‘কুকুর ও বিড়ালের জন্য তৈরি মাস্ক বিক্রি বেড়েছে। তিনটির এক প্যাকেটের মূল্য ৫.৪ পাউন্ড।’

নাগরিকরা কুকুর-বিড়ালদের ব্যাপারে এতটা সচেতন হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভিন্নকথা। তারা বলছে, কুকুর ও বিড়াল থেকে করোনাভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ নেই।

তবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বিশেষজ্ঞ দলের সদস্য প্রফেসর লি ল্যানকুয়ান সতর্ক করেন, প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে পোষা প্রাণীদেরও অতিরিক্ত যত্ন নিতে হবে। এর পরই মাস্ক কিনতে দোকানে দোকানে ছুটছেন চীনারা।