জিপিএইচ ইস্পাতের কারখানায় আগুন, দগ্ধ ৭

দগ্ধ

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় জিপিএইচ ইস্পাতের কারখানায় আগুনে সাতজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় দগ্ধদের মধ্যে একজন ভারতীয় আছেন বলে পুলিশ জানিয়েছে।

দগ্ধরা হলেন- শাহীন আলম (২৭), টিপু সুলতান (৩২), শহীদুল ইসলাম (২৭), নুরুজ্জামান (৪০), আমীর হোসেন (২৭), রবীন্দ্র (৪০) ও ভারতীয় নাগরিক কেওয়াল সিং চৌহান (৪৬)।

আরো পড়ুন : ধ্বংস করা হচ্ছে চট্টগ্রামের লাইফলাইন কর্ণফুলী নদী
আরো পড়ুন : চট্টগ্রামের হালিশহরে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

এদের মধ্যে টিপু সুলতান প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকি ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, কারখানায় লোহা গলানোর সময় গ্যাসের শিখা ছিটকে এসে এই সাতকর্মী দগ্ধ হন। তাদের বেশিরভাগই মুখ ও হাতে দগ্ধ হয়েছেন। আহতদের শরীরে দগ্ধ হওয়া অংশের পরিমাণ চার থেকে ১১ শতাংশ।

এ বিষয়ে বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, সাতজন দগ্ধ রোগী এসেছিলেন। তাদের দগ্ধ হবার হার কম হলেও বাকি ছয়জনের সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।