
চট্টগ্রাম : হালিশহর থানার ডিটি রোডস্থ ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহারকৃত ১টি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে।
আরো পড়ুন : ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্মহত্যা
আরো পড়ুন : গণপরিবহণে ইভটিজিং হলে আমার মুঠোফোনে জানান : সুজন
গ্রেফতার কৃতরা হলেন-নুর মোহাম্মদ (২৫), সাইফুল ইসলাম (২৩) ও মোঃ নোমান (১৮)
আটকদের বিরুদ্ধে নগরীর হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।