অষ্টম ধাপে রেলবহরে যুক্ত হলো ২২ মিটারগেজ কোচ

রেলবহরে যুক্ত হলো মিটারগেজ কোচ

চট্টগ্রাম: অষ্টম ধাপে রেলবহরে যুক্ত হলো আরো ২২ মিটারগেজ কোচ। ইন্দোনেশিয়া থেকে আসা নতুন মিটারগেজ কোচগুলো চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হয়েছে। আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের মূল্য পড়ছে ৩.০৩ কোটি টাকা‌। বাংলাদেশ রেলের জন্য ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক বোরহান উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: শর্ত ভঙ্গ: চাক্তাইয়ে গণশৌচাগারের আড়ালে দোকান

রেল সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ৯ ধাপে ইন্দোনেশিয়া থেকে ২০০ কোচ আমদানি করা হচ্ছে। প্রকল্পের আওতায় এর আগে পর্যায়ক্রমে ৭টি ধাপে ১৫৮টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে। আর বর্তমানে অষ্টম ধাপে আসলো আরও ২২টি নতুন মিটারগেজ কোচ। অর্থাৎ ২০০টি কোচের মধ্যে ১৮০টি কোচ দেশে পৌঁছেছে। শেষ ধাপের কোচগুলো দেশে আসবে এ বছরেই।

প্রকল্পের পরিচালক বোরহান উদ্দিন জানান, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে কোচগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। শনিবার নতুন এই কোচগুলো বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন