হঠাৎ ঝুমবৃষ্টিতে জলমগ্ন বন্দরনগরী

হঠাৎ ঝুমবৃষ্টিতে জলমগ্ন নগরী

চট্টগ্রাম : হঠাৎ ঝুম বৃষ্টিতে তলিয়ে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোড, নয়াবাজার বিশ্বরোড মোড়। এসময় দুর্ভোগে পরেছে হাজার হাজার বাড়ি ফেরা নগরবাসি। শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে হঠাৎ ঝুমবৃষ্টিতে এ জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে পোর্টকানেকটিং রোডের যানজট দুর্ভোগের মাত্রা আরো বাড়িয়ে দেয়।

আরো পড়ুন : পুলিশিং ডে পালিত নাইক্ষ্যংছড়ি-রামুতে
আরো পড়ুন : চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক সরওয়ার

দুঃখ প্রকাশ করে চট্টগ্রাম মুক্তিযুদ্ধা পরিবারবর্গের সভাপতি নওশাদ সেলিম বলেন, বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক বন্দর নগরী চট্টগ্রামকে উন্নয়নের ধারাবাহিকতায় মাঝে মাঝে দৃশ্যমান করেছেন। তবে নগরীর খুবই গুরুত্বপূর্ণ স্পট গুলো যেন তড়িৎ গতিতে উন্নয়ন হয়, সে প্রত্যাশা করছি। করোনাকালীন নালা-নর্দমা গুলোর কাজ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই সীমাহীন দুর্ভোগে পরে নগরবাসী।

হঠাৎ ঝুমবৃষ্টিতে জলমগ্ন নগরী

গাড়ি চালক আবুল খায়ের জানান, তিনি প্রতিদিন গাড়ি চালান এই সড়কে। উঁচু-নিচু খানাখন্দে সড়কটিতে গাড়ি চালাতে অনেক সময় তার যানবাহন বিকল হয়ে যায়। খুবই দুশ্চিন্তায় আছি পেটে ভাত দেবো না, গাড়ি মেরামত করব।

পোর্ট কানেকটিং সড়কের দুঃখ বহু দিনের পুরনো। এ দুঃখ লাঘবে বর্তমান চসিক প্রশাসক কার্যকর ভূমিকা রাখছেন। তবে আরো দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার দাবী জানান বহু ভুক্তভোগী।

শেয়ার করুন