শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলীসহ ৬জনের বিরুদ্ধে মামলা

লগো

চট্টগ্রাম : শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ২৫ লাখ টাকার দুটি বৈদ্যুতিক পাম্প অন্তত ১২ গুণ বেশি দাম তিন কোটি টাকায় কেনার অপরাধে ঠিকাদার প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার (৩ নভেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামে সংস্থার বিভাগীয় কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন-ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার টেক ইন্টারন্যাশনালের সত্বাধিকারী আব্দুল আলীম, শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, পিডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ, তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সরকার, পিডিবির প্রতিষ্ঠান নেসকো লিমিটেডের প্রধান প্রকৌশলী এ এইচ কামাল।

আরো পড়ুন : জাতীয় চার নেতার পলাতক খুনীদের দেশে এনে রায় কার্যকরের দাবী
আরো পড়ুন : প্রবাসীর সাথে প্রতারণা : পুলিশের হাতে আটক প্রতারক

মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র ক্রয় পরিদপ্তর পাম্প ক্রয়ের জন্য ২০১৬ সালে সাত সদস্যের একটি দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করে। ওই কমিটি এমনভাবে শর্ত দেয় যাতে পাওয়ার টেক ইন্টারন্যাশনাল ছাড়া অন্য কেউ ঠিকাদারী কাজে অংশ নিতে না পারে। পরে ৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার মূল্যে পিডিবির সাথে চুক্তি সম্পাদন হয় প্রতিষ্ঠানটির।

তবে ২০১৮ ও ২০১৯ সালে মাত্র ৩০ হাজার ১৭ ডলার ইসলামী ব্যাংকের শ্যামলী শাখায় এলসির মাধ্যমে ভারতে পাঠিয়ে পাম্প দুটি আনা হয়। বাকি অর্থ আসামিরা যোগসাজশে হাতিয়েছেন বলে দুদকের এজাহারে বলা হয়েছে।

শেয়ার করুন