বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়িতে

বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়িতে

বান্দরবান : পৃথক পৃথক অভিযানে মরণ নেশার বড়ি ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে এবং দুপুরে পৃথক পৃথক অভিযানে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি প্রশাসন।

আরো পড়ুন : মিয়ানমারের তিন নাগরিক সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক টেকনাফে
আরো পড়ুন : বন্দরের খালি কন্টেইনার অপসারণ করবে সাইফ পাওয়াটেক

বাইশারী ইউনিয়নের মুরুং পাড়া এলাকায় সন্ত্রাসীরা উৎপেতে আছে_গোপন সংবাদের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ১১ বিজিবির সুবেদার তাহাজ্জেল হোসেন।

অপর ঘটনাটি ঘটে দুপুর ১২ টায়। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায়। এখানে বসেছিলো ইয়াবার হাট। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা দ্রুত সটকে পড়লেও ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ। তিনি বলেন, পাহাড়ের সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র ও মিয়ানমার সীমান্তেে ইয়াবাসহ অবৈধ পণ্য আটকে তৎপর আছে ১১ বিজিবি । তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুটি অভিযান চালানো হয়।