বান্দরবানে ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

বান্দরবানে প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

বান্দরবান : ‘‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’’এ অংশগ্রহণের লক্ষে কারাতে, উশু, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও তায়াকোয়ানডো প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে বান্দরবান জিমনেসিয়ামে ৪৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

প্রশিক্ষণ ক্যাম্প আয়োজক কমিটির সদস্য ও আহ্বায়ক তিংতিং ম্যা এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা হ্যান্ড বল টিমের আহ্বায়ক থুই সিং প্রু লুবু।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি উশৈনু, কোষাধ্যক্ষ নিনি প্রু মার্মা।

উদ্বোধন অনুষ্ঠানের আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বাংলাদেশের ইতিহাসে খেলাধূলায় বিবেচনা করলে বান্দরবান সবসময় শীর্ষে থাকে। ঐকান্তিক চেষ্টা, দৃঢ় মনোবল থাকলে এই এলাকার খেলোয়াড়রা স্বর্ণ জয়ী হতে পারে। আর প্রশিক্ষণ কাজকে শক্তিশালী করে, আরো দৃঢ় করে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলাও করতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে ৫টি ইভেন্টে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা আগত অতিথিদের সামনে খেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এবারের প্রশিক্ষণ ক্যাম্পে ৫টি ইভেন্টে ৬৩ জন অংশ নিচ্ছেন।

জেলা ক্রীড়া অফিস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।