১৩০তম বন্দর দিবসে প্রধানমন্ত্রীর বাণি
অগ্রযাত্রার ১৩০ বছরে চট্টগ্রাম বন্দর

সাগরকন্যা কর্ণফুলীর কোলে ১৮৮৭ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল জাতীয় অর্থনীতির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর। ১২৯ বছর পেরিয়ে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ১৩০তম বন্দর দিবস। এ উপলক্ষে বন্দরজুড়ে সাজসাজ রব। উৎসবমুখর পরিবেশ। বন্দর কর্মকর্তা ও কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সকলের জন্য দিনটি উৎসবের। সোমবার চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবানের পেকেট বিতরণের মধ্য দিয়ে বন্দর দিবসের বর্ণাঢ্য কর্মসূচী শুরু হয়েছে।
বন্দর দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় বন্দর ভবন চত্ত¡রে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন এবং সকাল ১১ টায় শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটরিয়ামে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়। একই স্থানে বিকেল ৪টায় বন্দরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে।

১৩০তম বন্দর দিবসে প্রধানমন্ত্রীর বাণি

বুধবার (২৬ এপ্রিল) বন্দর দিবস উপলক্ষে প্রথমবারের মত কারশেডে আয়োজিত দু’দিনের ‘বাংলাদেশ পোর্ট এক্সপো-২০১৭ ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এখানে ১শ’ বেশি স্টল রয়েছে এক্সপো-তে। বন্দরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠান এগুলো বরাদ্দ নিয়েছে। একইদিন বেলা ১২ টা থেকে ৫টা পর্যন্ত পোর্ট এক্সপো’র মুক্তমঞ্চে উন্মুক্ত আলোচনা, মতবিনিময়, বিতর্ক প্রতিযোগিতা ও বিনোদন কার্যক্রম এবং সন্ধ্যায় হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহষ্পতিবার (২৭ এপ্রিল) সমাপনি দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  আলোচনা, মতবিনিময়, বিতর্ক প্রতিযোগিতা ও বিনোদন কার্যক্রম। বিকেল ৪টা থেকে ৬টা সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু :
আজ থেকে ১২৯ বছর আগে ১৮৮৭ সালের ২৫ এপ্রিল তৎকালীন ব্রিটিশ-ইন্ডিয়া সরকারের পোর্ট কমিশনারস এক্ট প্রণয়নের মাধ্যমে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বন্দরের। ইতিহাসবিদদের মতে, ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করেন। পরে ১৮৬০ সালে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়। ১৮৭৭ সালে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয়। ১৮৮৮ সালে চট্টগ্রাম বন্দরে দুটি মুরিং জেটি নির্মিত হয়। এই বছরের ২৫ এপ্রিল চট্টগ্রাম পোর্ট কমিশনার কার্যকর হয়। ১৮৯৯-১৯১০ সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে চারটি স্থায়ী জেটি নির্মাণ করে। ১৯১০ সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেলওয়ের সংযোগ সাধিত হয়। ১৯২৬ সালে চট্টগ্রাম বন্দরকে মেজর পোর্ট ঘোষণা করা হয়। ১৯৬০ সালের জুলাই মাসে চট্টগ্রাম পোর্ট কমিশনারকে চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট-এ পরিণত করা হয়। স্বাধীনতা পরবর্তী ১৯৭৬ সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টকে ‘পোর্ট অথরিটি’তে পরিণত করা হয়।

 

শেয়ার করুন