ছাত্রের অর্জিত স্বর্ণ পদক তুলে দিলেন শিক্ষকের হাতে

ছাত্রের অর্জিত স্বর্ণ পদক তুলে দিলেন শিক্ষকের হাতে

চট্টগ্রাম : ছাত্র-শিক্ষকের মেল বন্ধন কখনো হারিয়ে যাওয়ার নয়। তা আবারও প্রমাণ করলেন এম আর আদনান সেতোকান কারাত স্কুলের সহ প্রশিক্ষক। মার্শাল আর্টের বিশ্বকাপ ২০২০ (রোমানিয়া, রাশিয়া) ব্ল্যাকবেল্ট শ্রেণির সেলফ ডিফেন্সে স্বর্ণ পদক অর্জন করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) অর্জিত স্বর্ণ পদক ওস্তাদ এম এ হান্নান কাজলকে উৎসর্গ করতে নয়াবাংলা কার্যালয়ে হাজির হন এ কারাতে। এ সময় আদনান আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, এই স্বর্ণ পদক পাওয়ার পিছনে আমার ওস্তাদের ভূমিকাই বেশি। তাই স্বর্ণ পদকসহ অর্জিত সার্টিফিকেট দেয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আসি।

আরো পড়ুন : মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
আরো পড়ুন : মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে

সোতোকান কারাত স্কুল চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম এ হান্নান কাজল বলেন, আদনানের অর্জিত এই সম্মামনা আমার স্কুলের মান উজ্জ্বল করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। সাথে সাথে স্কুলের পথচলা আরো বেগবান করল। তিনি আরও বলেন, ২৭ বছরের কর্মময় জীবনে আদনান দেখিয়েছে, সে আমার এবং স্কুলের গর্ব।

উল্লেখ্য, আদনান রাষ্ট্রপতি পদক, সমাজ উন্নয়ন এওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন।

শেয়ার করুন