তুষারধসে ভারতে নিহত ১০, নিখোঁজ দেড়শতাধিক

তুষারধস

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষারধসের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৫০ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। রোববার সকালে জোশীমঠের কাছে ওই তুষারধসের জেরে ধোলিগঙ্গায় জলস্তর প্রবল ভাবে বেড়ে যায়। তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যায় অনেকগুলো গ্রাম। এমনকি সেতুও ভেঙে পড়ে।

আরো পড়ুন : স্কুলে ধর্মীয় পোশাকের বাধ্যবাধকতা তুলে নিল ইন্দোনেশিয়া
আরো পড়ুন : পরিচ্ছন্নতা কর্মীরাও করোনা কালের সম্মুখ যোদ্ধা : ইউএনও

দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিখোঁজ শ্রমিকরা তপোবন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন। তাদের সকলেই মারা গেছেন বলে প্রশাসন আশঙ্কা করছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধসে বিপর্যস্ত এলাকাগুলির তথ্য জানার জন্য সাহায্য চাওয়ার নম্বর (হেল্পলাইন) প্রকাশ করেছেন।