চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন : সভাপতি এনামুল ও সম্পাদক জিয়া

সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক একেএম জিয়া উদ্দিন

চট্টগ্রাম : চট্ট্গ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত এডভোকেট এনামুল হক সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত একেএম জিয়া উদ্দিন (২য় বার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে এনামুল হক ভোট পেয়েছেন ১৮শ ৩৫ ভোট। আর সাধারণ সম্পাদক পদে একেএম জিয়াউদ্দিন পেয়েছেন-১৯শ ৪৫ ভোট।

বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবি সমিতির অফিসে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। পরে ভোট গণণাশেষে রাত ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. মোহাম্মদ হুমায়ুন আকতার মোস্তাক।

আরো পড়ুন : চেয়ারম্যানকে ফের শোকজ, ব্যবস্থা নিতে সচিবের বিরুদ্ধে চিঠি জেলায়
আরো পড়ুন : ‘মেলা’ মানে কেনা-বেচা-লাভ নয় : কামরুন মালেক

নির্বাচনে অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি (বিএনপি) আনোয়ার হোসেইন, সহসভাপতি (আ.লীগ) আলি আশরাফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক (আ.লীগ) মোহাম্মদ আব্দুল আল মামুন, অর্থ সম্পাদক (আ.লীগ) এসএম অহিদুল্লাহ, লাইব্রেরি সম্পাদক (আ.লীগ) মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক (আ.লীগ) মো. মনজুরুল আজম চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক (বিএনপি) মাহমুদ উল আলম চৌধুরী মারুফ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন (আ’লীগ) ফাতেমা নারগিস হেলনা, এসএম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়ান, সাহেদা বেগম, কাইরুন্নেসা, জোহরা সুলতানা মুনিয়া, মমিনুর রহমান। (বিএনপি) মারুফ মো. নাজেবুল আলম, নুর কামাল ও মো. সরওয়ার হোসাইন লাভলু।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ হুমায়ুন আকতার মোস্তাক জানান, নির্বাচনে ৩ হাজার ৩৯৪ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৬ জন তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। ভোট গণনাশেষে রাত ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে প্রধান দুই দলের দুটি প্যানেলে মোট ৪০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচন করেছে। বড় দুই প্যানেলের বাইরে সমমনা আইনজীবী সংসদ একটি পদে এবং সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ থেকে একজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন