পৌরসভা নির্বাচন : ইভিএম জটিলতায় নারী ভোটারের দীর্ঘ লাইন

পৌরসভা নির্বাচন : ইভিএম জটিলতায় নারী ভোটারের দীর্ঘ লাইন

ইকবাল হোসেন জীবন (মিরসরাই) : ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। এক ঘন্টা পর সকাল ৯টায় মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাইলট স্কুল ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে নারী বুথে ভোট পড়েছে মাত্র ৮টি। এসময় দীর্ঘ লাইনে থাকা নারী ভোটারদের অভিযোগ, এক ঘন্টা ধরে এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। এখনো ভোট দিতে পারিনি। এসময় ভোট দিতে আসা নারী ভোটার খালেদা আক্তার অভিযোগ করেন, ‘একজন ভোট দিতে ১০ মিনিটেরও বেশি সময় লাগে। ভোটারদের আগে প্রশিক্ষণ দেয়া উচিত ছিল।’

এরপর কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দারের কক্ষে ঢুকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমত ইভিএম এ ভোট প্রদান সম্পর্কে ভোটারদের কোন ধারাণা নেই। এছাড়া বেশিরভাগ ভোটার কেন্দ্রে আসার সময় ভোটার নম্বর না আনায় নানা জটিলতায় পড়তে হচ্ছে।’

আরো পড়ুন : বহদ্দারহাট-বোয়ালখালী রুটে বিআরটিসি বাস চলবে ২ মার্চ থেকে
আরো পড়ুন : লালদিয়ায় জন্মেছি, এখন ঘর হারাব ঠিকানাও হারাব

সকাল ৯টা ৩২ মিনিট। বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এখানেও চোখে পড়ে নারী ভোটারদের দীর্ঘ লাইন। ভোটগ্রহাণ শুরুর প্রায় দেড় ঘন্টা পর এখানকার নারী বুথে ভোট পড়েছে মাত্র ২৫টি। কারণ জানতে ভেতরে ঢুকে দেখা যায়, বারবার ইভিএম মেশিন নিষ্ক্রীয় হয়ে পড়ার দরুন ভোটগ্রহণ বিলম্বিত হচ্ছে। অবশ্য এ ব্যাপারে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা জেসমিন সুলতানার বক্তব্য এটি মেশিনের ত্রটি নয় ত্রটি ভোটারদের ইভিএম অজ্ঞতার কারণ। এর ৩০ মিনিট পর ওই কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নৌকা প্রতীকের রেজাউল করিম খোকন। তিনি তথ্য যাচাইয়ের জন্য বারবার আঙ্গুলের ছাপ দিলেও ইভিএম মনিটরে তথ্য প্রদর্শিত হচ্ছিল না। পরে তিনি অন্য ভোটারদের ভোটদানের সুযোগ দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে পড়েন।

পৌরসভা নির্বাচন : ইভিএম জটিলতায় নারী ভোটারের দীর্ঘ লাইন

এসময় রেজাউল করিম খোকন বলেন, ‘আমি বারবার চেষ্টা করে দিতে পারিনি। অবশ্য আমার পরের কয়েকজন ভোট দিতে পেরেছে।’

সকাল ১০টা ১৫ মিনিটে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ধানের শীষ প্রতীকের দিদারুল আলম মিয়াজি। নিজের ভোট দেয়ার পর তিনি অভিযোগ করেন, ভোট কারচুপির জন্য সরকার এভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করছে। এটি কোন আধুনিক পদ্ধতি হতে পারে না।’

প্রসঙ্গত, গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচন। এখানে সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনের দুই দিন আগে থেকে ইভিএম সম্পর্কে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেও এসবে ভোটারদের আগ্রহ ছিল কম।