জীবন ও সম্পত্তির নিরাপত্তা বীমার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব

জাতীয় বীমা দিবসে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এ শ্লোগান নিয়ে নাইক্ষ্যংছড়িতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

সোমবার (১ মার্চ) সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের টি,টি,সি,আই হল রুমে সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা প্রশাসন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি সভাপতিত্বে সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি প্রাইম ইন্সুইরেন্স কোম্পানী লি: শাখার ম্যানেজার ইনর্চাজ- মাওলানা মো, মোতাহের, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. ইমরান, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা স্কাউট টিমের সভাপতি আব্দুল হালিম ফারুক, সাধারণ সম্পাদক মো. ছৈয়দুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার প্রমূখ।

আরো পড়ুন : মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভায় নির্বাচিত যারা
আরো পড়ুন : শিক্ষা সহায়তা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতের ব্যাপক ভূমিকা রয়েছে। মানুষের জীবন এবং সম্পত্তির আর্থিক নিরাপত্তা বীমার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব । তাই এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক উন্নয়নে স্বাধীনতার পরপরই জাতির পিতা আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে বীমা শিল্পকে জাতীয়করণ করেন।