পুরো মার্চ মাসজুড়ে ওয়াসার গ্রাহক সেবা মাস ঘোষণা

পুরো মার্চ মার্সজুড়ে ওয়াসার গ্রাহক সেবা মাস ঘোষণা

চট্টগ্রাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গ্রাহক সেবা সহজীকরণ ও চট্টগ্রাম ওয়াসা সংযোগের বকেয়া আদায়ের লক্ষ্যে ১ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত গ্রাহক সেবা মাস ঘোষণা করেছে ওয়াসা।

সোমবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম ওয়াসার ৫ম তলায় কনফারেন্স হলে গ্রাহক মাস উদ্বোধন করা হয়েছে।

বকেয়া পানি অভিকর আদায়ের ক্ষেত্রে সারচার্জ ব্যতিরেকে বিল পরিশোধ, কিস্তিতে বকেয়া পরিশোধ, গভীর নলক লাইসেন্স দিনে দিনে প্রদান ও নবায়ন করা, তাৎক্ষণিক মিটার পরিবর্তনের সুযোগ প্রদান করা হবে।

আরো পড়ুন : জীবন ও সম্পত্তির নিরাপত্তা বীমার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব
আরো পড়ুন : লালদিয়ায় জন্মেছি, এখন ঘর হারাব ঠিকানাও হারাব

এছাড়া ১০ জন সম্মানিত গ্রাহককে সম্মাননা স্মারক প্রদান, বিল আদায়ে সর্বোচ্চ অবদান রাখা ২টি ব্যাংকের শাখাকে সম্মাননা স্মারক প্রদান, গ্রাহক সংযোগে অচল, চুরি, নষ্ট মিটার ২৪ ঘন্টার মধ্যে প্রতিস্থাপনের সুবিধা প্রদান করা হবে।

সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বোর্ড সদস্য নাজমুল হক ডিউক, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ), সচিব, বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান রাজস্ব কর্মকর্তা এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন