
চট্টগ্রাম (ফটিকছড়ি) : জেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকেরকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১ মার্চ) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, এর আগে উচ্চ আদালত অন্তবর্তীকালীন জামিন দিয়ে সৈয়দ মুহাম্মদ বাকেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন।
সে অনুযায়ী গতকাল রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আজকে দিন ধার্য করেন আদালত।
এরপর সোমবার সৈয়দ মুহাম্মদ বাকের জামিন আবেদনটি নাকচ করে দেন বিচারক। এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।
আরো পড়ুন : আমার সততা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই : আমীর খসরু
আরো পড়ুন : পুরো মার্চ মার্সজুড়ে ওয়াসার গ্রাহক সেবা মাস ঘোষণা
এর আগে ২০২০ সালের ১১ জুন রাতে নানুপুর বাজারে মাজার গেইটের সামনে মুখোশধারী দুষ্কৃতিকারীরা অতর্কিত গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামালকে হত্যা করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে তখন পুলিশ জানায়।
এ ঘটনায় রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে সৈয়দ মুহাম্মদ বাকেরসহ ছয়জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।