
চট্টগ্রাম (হাটহাজারী) : ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি ও পার্শ্ববর্তী সরকারি খালের পাড় কেটে ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের অপরাধে জরিমানা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শনিবার (৬ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ায় অবস্থিত মেসার্স গাউছিয়া অটো ব্রিকসকে ২লক্ষ টাকার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ উল্লাহ্।
আরো পড়ুন : বোয়ালখালীর নতুন নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার
আরো পড়ুন : মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ উল্লাহ্ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
হাটহাজারী মডেল থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহায়তা করে।