চট্টগ্রাম : ইন্তেকাল করেছেন সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ। তিনি আর আমাদের মাঝে নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সত্তর বছর।
শনিবার (৬ মার্চ) রাত আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফটিকছড়ির এই কৃতি সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)।
মরহুমের প্রথম জানাজা রবিবার (৭ মার্চ) বাদজোহর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। একই দিন বাদআছর ফটিকছডির জাফতনগরের লতিফ রহমান স্কুল মাঠে দ্বিতীয় জানাজাশেষে চিরবিদায় দেয়া হবে তাঁকে।
ইঞ্জিনিয়ার আলী আশরাফ বর্ষীয়ান আইনজীবী, আওয়ামী লীগ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন মরহুম অ্যাডভোকেট নুরুল হুদার জ্যেষ্ঠপুত্র।
আরো পড়ুন : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালি সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত হয়েছিল : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : কৃষি জমি-খালের পাড় কেটে ইট তৈরি : ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়িসহ দেশের বিভিন্ন সেবামূলক কাজে জড়িত ছিলেন ফটিকছড়ির এই কৃতি সন্তান।
তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ম মহাসচিব মহসীন কাজী।