দুই যন্ত্রশিল্পী নিহত, মিরসরাইয়ে সেই লরি চালক গ্রেফতার

আক্কাস আলী

চট্টগ্রাম : মিরসরাইয়ে লরি চাপায় দুই যন্ত্রশিল্পী নিহতের ঘটনায় ঘাতক লরি চালক আক্কাস আলীকে (৬৮) আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।

রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টায় চট্টগ্রাম শহরের আকবর শাহ থানাধীন পাকা রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আক্কাসের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়।

আরো পড়ুন : স্বাস্থ্যবিধি মানাতে চট্টগ্রামে ৬ ম্যাজিস্ট্রেটের অভিযান
আরো পড়ুন : তৃণমূল আমাকে ‘ব্যবহার’ করেছে কিন্তু ‘সম্মান’ দেয়নি

জানা গেছে, গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় উল্টো দিক থেকে আসা বিএসআরএমের একটি লরী বিপরীত দিক থেকে আসা যন্ত্রশিল্পী বহনকারী মাইক্রোবাসটিকে চাপা দেয়। এই ঘটনার ২ জন নিহত ও ৬ জন আহত হয়। ঘটনার পর এসআই মাহবুব বাদী হয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে লরি চালককে আসামী করে একটি মামলা দায়ের করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে লরি চালক আক্কাসকে আটক করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে আক্কাস জানিয়েছে দূর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন।