মানুষের দ্বারে দ্বারে দোকানী

করোনা তান্ডবে বিপর্যস্ত ব্যবসায়ী

বিশ্বব্যাপী চলছে করোনা তান্ডব। মহামারি করোনা জীবন কেড়ে নিচ্ছে। কেড়ে নিচ্ছে জীবিকাও। সর্বত্র বিরাজ করছে অচলাবস্থা। থমকে আছে জীবনধারা। কেউ কাজ হারাচ্ছেন তো কেউ হারাচ্ছেন স্বজন। কেউ বিশাল ব্যবসা গুটিয়ে বসেছেন ফুটপাতে। আবার কেউ ছোট্ট শিশুর হাতে তুলে দিয়েছেন জীবনের চাকা…। ছবির এই দোকানী নিতান্তই অভাবের তারনায় বেড়িয়েছেন রুটি রুজির সন্ধানে, সন্ধেহ নেই। মুখের হাসিতে সে অব্যক্ত ভাষাই প্রকাশ করলেন তিনি।

আরো পড়ুন : ফেরি চলাচল বন্ধ থাকবে দিনে, রাতে পণ্য পরিবহন
আরো পড়ুন : এক অভিযোগ তদন্তে মিলল ৩ ছিনতাই গ্রুপের সন্ধান

শুক্রবার (৭ মে) নগরীর বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোডে দেখা মিলে তার। নিজের ছোট্ট শিশু সন্তানকে সাথে নিয়ে ভ্যানে সাজিয়েছেন পুরো দোকান। সর্বত্র যখন বন্ধ বন্ধ ভাব, মানুষ যখন ঘরমুখি। তখন তিনিই মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সংসারের সব প্রয়োজনীয় পণ্য নিয়ে। ছবি তো নয়ই, বরং বহু চেষ্টায়ও গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি এ ব্যবসায়ী।

শেয়ার করুন