বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী

বান্দরবান : কোভিড ১৯ এর কারনে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জিমনেসিয়াম হলে এই ত্রাণ সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় প্রায় ২শ ৯২ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পিয়াঁজ প্রদান করা হয়।

বিতরনকালে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাহ নেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ নুরুল ইসলামসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।