হৃদরোগ বিশেষজ্ঞ ‘গরীবের ডাক্তার’ মোস্তফা কামালের ইন্তেকাল

অধ্যাপক ডা. এস. এম. মোস্তফা কামাল

চট্টগ্রাম : বিশিষ্ট শিক্ষাবিদ, গরীবের ডাক্তার খ্যাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হৃদরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ডা. এস. এম. মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ চট্টগ্রামের দোহাজারীর কৃতিসন্তান, একজন মানবিক দেশ প্রেমিক, দক্ষ সংগঠক, পরোপকারী ছিলেন।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১০ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আরো পড়ুন : ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে পোশাক কারখানা
আরো পড়ুন : ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

পারিবারিক সূত্র জানায়, ডা. এসএম. মোস্তফা কামালের প্রথম জানাজা ১৪ জুলাই সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রামস্থ ইউএসটিসি চত্ত্বরে, দুপুর ২ টায় জামিজুরী আজিজিয়া রজবীয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা, বিকাল ৪ টায় পাথরঘাটা নিজ বাসভবনের সামনে তৃতীয় জানাজা, বাদ আসর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ৪র্থ জানাজা এবং বাদ মাগরিব মিসকিন শাহ (র:) এর মাজার প্রাঙ্গণে ৫ম জানাজাশেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

শেয়ার করুন