ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে পোশাক কারখানা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মহামারি করোনা সংক্রমণ রোধে পবিত্র ঈদের পর টানা ১৪ দিন (২৩ জুলাই থেকে ৫ আগস্ট) বন্ধ থাকবে রপ্তানীমুখী তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প প্রতিষ্ঠান।

চলমান কঠোর বিধিনিষেধে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা চালু থাকলেও পবিত্র ঈদুল আজহার পর

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে এমন নির্দেশনা।

আরো পড়ুন : মিতু হত্যা: ৩ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
আরো পড়ুন : বালুখেকোর দখলে মিরসরাইয়ের মহাসড়ক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ–পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই, অর্থাৎ কাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এরপর থেকেই, অর্থাৎ ২৩ জুলাই সকাল ছয়টায় আবার কঠোর বিধিনিষেধ শুরু হবে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ঈদের পর শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধে সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে।

শেয়ার করুন