নালাপাড়া দরবারে জিলানী শরীফের উদ্যোগ
শোহাদায়ে কারবালা মাহফিল ও আলোচনা সভা

শোহাদায়ে কারবালা মাহফিল ও আলোচনা সভা

চট্টগ্রাম : উত্তর নালাপাড়া, দরবারের জিলানী শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার রওশন লজ-এ চট্টগ্রাাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ আনিসুল ইসলাম মাহমুদের পরিচালনায় ও উপস্থাপনায় মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের প্রধান খাদেম মোহাম্মদ আ.ন.ম. গোলাম মর্তুজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত
ছিলেন দরবারের সাজ্জাদানশীল হযরত শাহ সুফী মোহাম্মদ জুনায়েদ (ম.জি.আ)।

বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিল্পী ও বিটিভির ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক, শেখ নজরুল ইসলাম মাহমুদ। বক্তাগণ বলেন হযরত ঈমাম হোসাইন ওইদিন শহীদ হয়ে ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে গেছেন।
এইটি ছিল আহলে বায়েত ও পাক পাঞ্জাতনের উপর আল্লাাহ রাব্বুল আলামীনের কঠিন পরীক্ষা।

অনুষ্ঠান সুচীর মধ্যে ছিল বাদ জোহর থেকে আমানত শাহ মাজারে খতমে কোরআন শরীফ, বাদ জোহর থেকে নালাপাড়া দরবারে খতমে ইউনুছ, খতমে কোরআন শরীফ ও মিলাদ মাহফিল, হামদ নাত, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।

মুনাজতে কারবালার শহীদদের জন্য দোয়া বকশিশ এবং দেশ ও জাতীর জন্য দোয়া ও বিশ্ববাসীর জন্য দোয়া
করা হয়।

বক্তব্য রাখেন শাহ সুফী মোহাম্মদ জুনায়েদ (ম.জি.আ) শেখ নজরুল ইসলাম মাহমুদ ও অন্যান্য ওলমায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগন। মোনাজাত পরিচালনা করেন শাহ সুফী মোহাম্মদ জুনায়েদ (ম.জি.আ)।

শেয়ার করুন