পালানোর সময় নৌকা ডুবে ২৬ রোহিঙ্গা নিখোঁজ

ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রাম আসার পথে নৌকা ডুবিতে ২৬ জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) রাত আড়াই ঘটিকার সময় সন্দ্বীপ চ্যানেলে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রউফ জানান, ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ভাষানচর থেকে ১৪ থেকে ১৫ কিলোমিটার আগে চট্টগ্রাম আসার পথে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত নৌকায় ৩৮ জন থেকে ৪০ জন রোহিঙ্গা নাগরিক ছিল। এরমধ্যে ১৪ জন সাঁতার কেটে ও জেলেদের নৌকায় উঠে শনিবার (১৪ আগস্ট) ভোরে ভাসানচর ক্যাম্পে ফিরেছে। তারা ফিরে আসার পর দুর্ঘটনার কথা আমরা জানতে পারি।

তিনি আরো জানান, ভাসানচর ও সন্দ্বীপের কন্টিনজেন্টসহ নৌবাহিনীর জাহাজের মাধ্যমে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার হয়নি।

শেয়ার করুন