আরও দেড় কোটি ভ্যাকসিন আসছে

ঢাকা : আরও দেড় কোটি ভ্যাকসিন চলতি মাসে (সেপ্টেম্বরে) আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নবাব আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

যদিও এ মাসের (সেপ্টেম্বর) শুরুতে ৫৪ লাখ ভ্যাকসিন এসেছে। মাসের বাকি সময়ে আরও দেড় কোটি ভ্যাকসিন আসবে।

স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলায় বর্তমান সরকারের বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখা, স্কুল-কলেজ খুলে দেওয়ার পেছনে করোনা নিয়ন্ত্রণে রাখার গুরুত্বের বিষয়েও কথা বলেন।

তিনি বলেন, কোভিড মহামারির কথা বিবেচনা করে একইসঙ্গে ষষ্ঠ গ্রেডে ৪০৯ জন অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ প্রদান একটি যুগান্তকারী ঘটনা। কোভিডের অতিমারির কথা বিবেচনা করে দেশের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোতে অ্যানেস্থেসিয়া চিকিৎসকের অতি বেশি প্রয়োজন দেখা দেয়। এ পদে আগে অনুমোদিত ৬০৮টি পদের বিপরীতে মাত্র ৩০ জন চিকিৎসক কর্মরত ছিলেন। গত বছর আমরা ১৬৯ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছিলাম। ওই সময় উপযুক্ত প্রার্থী না থাকায় অবশিষ্ট ৪০৯টি পদে পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন