চন্দ্রঘোনায় একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতক কোলে মা (মাঝে) ও তাদের স্বজনরা

চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) : রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে মিথাইনু মারমা (২৩) নামের এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তিন জনজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের বিদেশী বিশেষজ্ঞ গাইনী চিকিৎসক লিবি ঈগল।

মিথাইনু মারমা কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আমতলী এলাকার চাচিংহ্লা মারমার স্ত্রী।

এক সঙ্গে তিন সন্তান জন্মের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতালে তাদের দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে।

আরো পড়ুন : মাছ ধরার ট্রলারে মিলল সাড়ে ৪ লাখ ইয়াবা, আটক ৫

মিথাইনু মারমার শাশুড়ি চিৎমরম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা অংমা খাইন মারমা বলেন, “আমরা প্রথমে আলট্রাসনোগ্রাফি করিয়েছিলাম। তখন তার ২টি সন্তান দেখা গেছে। তবে আমরা তিন সন্তান পেয়ে অত্যন্ত খুশি। তার ২ বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে।”