সীতাকুণ্ডের সর্ববৃহৎ ঈদ জামাতে এমপি মামুন

যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সীতাকুণ্ডের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন আলহাজ্ব এস এম আল মামুন এমপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সীতাকুণ্ডের উত্তর বাজার অস্থায়ী ঈদগাহ ময়দানে।

ঈদের জামাতে ইমামতি করেন, সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস সেলিম জাহাঙ্গীর।

সীতাকুণ্ড ঈদগাহ কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে সীতাকুণ্ড উত্তর বাজার অস্থায়ী ঈদগাহে সকাল ৮.৩০ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে সীতাকুণ্ডের বিপুল সংখ্যাক মুসল্লি শরীক হন।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন সীতাকুণ্ডের সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন ,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সীতাকুন্ড সার্কেল) এস এম নায়ানুল বারী, সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সোলায়মান, পৌরসভার কাউন্সিলর, দিদারুল আলম এপোলো, শফিউল আলম সুরাদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম রাজু, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড পরিবেশ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি
এম সেকান্দর হোসাইন বলেন, এটি সীতাকুণ্ডের এ যাবৎকালের সবচেয়ে বড় ঈদের জামাত। সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে সীতাকুণ্ড উত্তর বাজার হয়ে বাই পাস মোড় পর্যন্ত বিস্তৃত হয় ঈদগাহ্ ময়দানের মুসল্লিদের জমায়েত। এটি অস্থায়ী ঈদগাহ হলেও দীর্ঘদিন পর এক সঙ্গে বিপুল সংখ্যাক মুসল্লি নামাজ আদায় করতে পেরে সীতাকুণ্ডবাসী খুবই খুশি।

এছাড়াও বিভিন্ন সময়ে সীতাকুণ্ডের বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন