সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে সীতাকুণ্ডে। এ উপলক্ষে রোববার সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।
শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সীতাকুন্ড উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীরা নববর্ষের সংগীত পরিবেশন করেন।
একইদিন বাংলা ও বাঙালীর অন্যতম প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪৩১ উপলক্ষে সীতাকুণ্ডস্থ জাতীয় শিশু কিশোর সংগঠন “খেলাঘর” এর অন্যতম দুই শাখা আসর মেঘমল্লার খেলাঘর আসর ও সুরাঙ্গন খেলাঘর আসর এর যৌথ উদ্যোগে প্রথমবার সীতাকুণ্ড পাবলিক লাইব্রেরী চত্ত্বরে “খেলাঘর ছোটদের বর্ষবরণ” অনুষ্ঠানের
আয়োজন করে। বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুরাঙ্গন খেলাঘর আসর, অপূর্ব নৃত্য নিক্ষণ একাডেমির শিশু শিল্পিরা এতে অংশ নেয়। আঁকি-বুকিতে করি বর্ষবরণ ১৪৩১বাংলা মৈত্রী সাংস্কৃতিক সংস্কৃতি-পরিষৎ এর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে মাতৃভূমি সামাজিক সংগঠন। মাতৃভূমি সংস্কৃতি চর্চা কেন্দ্র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন