পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কঠিন কর্মসূচী আসছে
রবিবার থেকে লংগদু উপজেলায় অনির্দিষ্টকাল হরতালের ডাক

রাঙ্গামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি : প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়ন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সম্প্রতি লংগদুতে পরিকল্পিতভাবে সাজানো অগ্নি সংযোগের অভিযোগে নিরীহ বাঙ্গালীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চলমান গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে  পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা।

মঙ্গলবার (৪ জুলাই) সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ মঙ্গলবার (৪ জুলাই) সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে আগামী রোববার থেকে অনির্দিষ্টকাল হরতালের ডাক দেয়া হয়।

রাঙ্গামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি : প্রতিনিধি

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত ফরাজি সাকিব, পার্বত্য শ্রমিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোঃ রাসেল ইসলাম সাগর, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম, সিঃ সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, যুগ্ম সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, যুবনেতা মোঃ আজগর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তরা বলেন জুনের প্রথম দিন ভাড়ায় মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে লংগদু উপজেলা থেকে খাগড়াছড়িতে ২জন উপজাতীয় যুবক পরিকল্পিতভাবে ভাড়া নিয়ে দীঘিনালা উপজেলার চার মাইল এলাকায় হত্যা করে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।  তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উক্ত হত্যাকান্ডে জড়িত অপরাধীদের আড়াল করার জন্য লংগদু উপজেলার বাঙালিরা যখন নয়নের জানাজা নিয়ে ব্যাস্ত ঠিক তখন পরিকল্পিতভাবে লংগদু উপজেলায় উপজাতী সন্ত্রাসীরা কিছু নিরীহ উপজাতীদের ঘরবাড়ি পুড়িয়ে নিরীহ অসহায় বাঙ্গালিদের উপর দোষ চাপায় এবং এ ঘটনার সাথে বাঙ্গালীরা জড়িত বলে মিথ্যা অভিযোগ করে ও সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গণগ্রেপ্তারের মাধ্যমে এলাকায় পুরুষ শুণ্যতা সৃষ্টি করেছে।  এতে উক্ত এলাকায় নিরীহ নারী ও শিশুরা আতংক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করেছে।  উক্ত সাজানো মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি, গণগ্রেপ্তার ও হয়রানী বন্ধের জোর দাবী জানান।

মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে কর্মসূচী ঘোষণা :
৭২ ঘন্টার মধ্যে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি, গণগ্রেপ্তার ও হয়রানী বন্ধ করা না হলে লংগদু উপজেলায় আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল। এছাড়ও পর্যায়ক্রমে জেলা থেকে শুরু হয়ে তিন পার্বত্য জেলায় বিক্ষোভ, অবস্থান, হরতাল সহ কঠিন কর্মসূচী পালন করা হবে বলে হুশিয়ারী দেন।  উক্ত কর্মসূচী পালন করার জন্য সকল পার্বত্যবাসীর প্রতি আহবান জানান।