এরশাদ বললেন দেশে আল্লাহর গজব পড়েছে

সিলেটের ওসমানীনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ

দেশের মানুষ ভালো নেই।  চারদিকে শুধু গুম-খুন।  দিন শুরু হয় খুনের খবর দিয়ে।  ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে।  দেশে আল্লাহর গজব পড়েছে।  এ জন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মরছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ মন্তব্য করেন।

জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল উল্লেখ করে এরশাদ বলেন, দেশের মানুষ আজ নিরাপদ নয়। আওয়ামী লীগের আমলে চলছে গুম-খুন আর বিএনপির আমলে ছিল চাঁদাবাজ-সন্ত্রাসীদের ভয়। মানুষ এসবের ভয়ে তটস্থ। অথচ জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল। আমি মানুষ হত্যার রাজনীতি করি না। আজকের পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে আগামীতে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির আহ্বায়ক জেলা পরিষদ সদস্য আশিক মিয়ার সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, কাজী ফিরোজ রশীদ, যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া, মুনিম চৌধুরী বাবু এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জাতীয় ইসলামী মহাজোট নেতা আবুল হাছনাত, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন