কারা ষড়যন্ত্রের কলকাঠি নাড়াচ্ছেন, সব আমরা জানি-কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন করার মুরোদ নেই’,‘বিএনপি বদলায়নি, তারা বদলাবে না। যদি তারা বদলাতো তাহলে ২১ আগস্ট যারা খুনের সঙ্গে জড়িত তাদের নিয়ে বিএনপির সংগঠনের কমিটিতে বড় বড় পদে যুক্ত করত না।

শনিবার (১৯আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

কাদের বলেন,ইতিহাসের সব ময়লা-আবর্জনা, রক্তের দাগ, তারা ধারণ করে আছে। তাদের হাতে রক্তের দাগ, গণতন্ত্র তাদের কাম্য নয়। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। এটা তাদের ইতিহাস। ’ সরকারকে হঠানোর জন্য লন্ডনে, দুবাইয়ে, ব্যাংককে, কী কী শলা-পরামর্শ হচ্ছে, কোন কোন পথ খোঁজা হচ্ছে,কারা কারা ষড়যন্ত্রের কলকাঠি নাড়াচ্ছেন, সব আমরা জানি।

কাদের বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় নিয়ে কী লাফালাফি ? গর্ত থেকে বেরিয়ে এসে ঘরে বসে প্রেস ব্রিফিং, এখন লাফালাফি করে বুঝতে পেরেছে, ক্ষমতার রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির এক নেতা বললেন যে, সুপ্রিম কোর্টের রায়ে একটা উপকার হয়েছে। আর একটা উপকার হয় যদি এই অবৈধ সংসদ ভেঙে দেয়? এটা হাফিজ সাহেবের মামা বাড়ির আবদার। এরপরে আরেক কাঠি এগিয়ে গিয়ে বলবে, রায় দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসার আয়োজন করেন।’

‘বঙ্গবন্ধু এখন শোক নয়, বঙ্গবন্ধু শক্তি উল্লেখ করে যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করার আহ্বান জানান কাদের। তিনি বলেন,‘২০০১ সালের পুনরাবৃত্তি বাংলাদেশে আর হতে দেব না। বিএনপি আবারও ২০০১ সালের দুঃস্বপ্ন দেখছে। ২০০১ সালের নির্বাচন পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক নির্বাচন ছিল। এবার নির্বাচন হবে পার্টিসেপিটরি, ইনক্লুসিভ এবং ফেয়ার নির্বাচন।’

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, সহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, আতাউর রহমান আতা, দক্ষিণের সভাপতি ইসমাইর চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

 

 

 

শেয়ার করুন