টেকনাফ থেকে ৩১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফে অবৈধ অনুপ্রবেশের সময় ৩১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড। ফেরত পাঠানো জেলেদের মধ্যে ১৮ জন পুরুষ, ৯ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

শনিবার (১৯ আগস্ট) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের নাফ নদীর জলসীমানা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন সূত্র জানায়, টেকনাফের ওই এলাকায় নাফ নদীর মোহনার জলসীমানা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা তাদের অনুপ্রবেশে বাঁধা দিয়ে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠায়। ফেরত পাঠানো ৩১ রোহিঙ্গার মধ্যে ২ জন পুরুষ গুরুতর আহতবস্থায় আছে।