সুনির্দিষ্ট স্থানে জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে ৭৬ পয়েন্টে জবাই হবে কোরবানীর পশু

খাগড়াছড়ি : পরিবেশ বান্ধব আবহের মাধ্যমে পবিত্র ঈদ-উল-অযহা উদযাপনের লক্ষে নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণে সতর্কতা অবলম্বনে পৌরসভার কঞ্জারভেন্সী ইউনিটকে সহযোগিতা করতে পৌরবাসীকে অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি পৌরসভা। সোমবার (২৮ আগস্ট) খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে কোরবানীর পশু সুনির্দিষ্ট স্থানে জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান মেয়র রফিকুল আলম ।

এসয় পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্ধারিত ৭৬ টি পয়েন্টে কোরবানী পশু জবাই করতে কোরবানী দাতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোরবানীর পর যত্রতত্র বর্জ্য আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে তা রেখে দিয়ে কঞ্জারভেন্সী টিমকে খবর দিলে তারা গিয়ে তা অপসারণ করে নিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি পৌরসভার সচিব খোন্দকার পারভীন আকতার, পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম, এস এম মাসুম রানা, অতিশ চাকমাসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম গণ সাংবাদিক ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।