ছুড়ছে বোমা,ঝরছে প্রাণ
চমেক হাসপাতালই যেন নিরাপদ ঠিকানা

চট্টগ্রাম : মিয়ানমারে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে নিরাপত্তাকর্মীদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পর রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গা বিদ্রোহীরা ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে হামলা চালায়। ছোড়া হচ্ছে বোমা। জালিয়ে দেয়া হচ্ছে অবাঙ্গালীদের ঘর বাড়ি। প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহঙ্গিাদের ওপর গুলি চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এর আগেও বিভিন্ন সময় রোহিঙ্গাদের ওপর অকথ্য নির্যাতন চালায় মিয়ানমার বাহিনী। নির্যাতনের মুখে বরাবরই রোহিঙ্গারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নেয়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ও অগ্নিদ্বগ্ধ হয়ে পালিয়ে আসা নয় রোহিঙ্গা চিকিৎসা নিচ্ছে চট্টগ্র্রাম মিডিকেল কলেজ হাসপাতালে (চমেক)। তাদের মধ্যে দুই জনের শরীর ৫০ ভাগ পুড়ে গেছে।

বুধবার (৩০আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সরেজমিনে ঘুরে দেখা গেছে, হতাহতদের সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে নিরাপদ আশ্রয় বলে মনে করছেন। কিন্তু নাম ধরে ডাকলে কেমন আতকে উঠেন।

হাসপাতালের ২৬নং ওয়ার্ডে গুলিবিদ্ধ আবস্থায় চিকিৎসা নি্চ্ছেন তুম্ব থানার বারোখানি গ্রামের বাসিন্দা খালেদা (১৭)। প্রাণ বাঁচাতে পালিয়ে মংন্ডু জেলা থেকে আসছিল। একই পরিবারের বারো জন এক নৌকা করে সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আসার পথে মায়ানমার সেনা বাহিনী গুলি করলে খালেদার পায়ে এসে গুলি লাগে। নৌকার বাকিরা সাতরে তীরে উঠে পড়ে। পরে গুলিবিদ্ধ খালেদাকে (২৪আগস্ট) রাত তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গুলিবিদ্ধ খালেদার ভাই রফিক জানায়, গুলিবিদ্ধ হওয়ার তিন ঘন্টা পর বোন খালেদার জ্ঞান ফিরে আসে। নৌকার অন্যান্যরা ফালাখালি বাজারে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। এখন তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া মোক্তার মিয়া , মেহেদি, মৌলভী শাকিলও গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বারান্দায় কাতরাচ্ছে। কেউই জানেনা তাদের পরিবারের অন্যান্য সদস্যরা জীবিত আছে না মারা গেছে। ৩৬নং বারইউনিটে আছেন মামুনুর রশিদ মামুন ও ২৮নং ওয়ার্ডে আরো চারজন। তারা প্রত্যেকে সেই মায়ানমার সেনা বাহিনীর অত্যাচারে শিকার হয়ে যেন নিজেদের বাকশক্তি হারিয়ে ফেলেছে। কেউ জানেনা পরিবারের সদস্যদের খবর । উচ্চস্বরে নাম ধরে ডাকলে আতকে ওঠে। যেন নিশ্চিন্তায় নিরাপদে ঘুমাচ্ছে হাসপাতাল বেডে, কেউ তাদের উপর আর গুলি চালাবে না।

 

শেয়ার করুন