লক্ষীছড়িতে শোক সভা
বঙ্গবন্ধুই বিশ্বে একমাত্র জাতির পিতা : কুজেন্দ্র লাল ত্রিপুরা

 

খাগড়াছড়ি : দুর্গম লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের শোক সভায় ২৯৮ নং আসনের সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, শুধু শেখ হাসিনা সরকারের আমলেই খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়ে খুধা দারিদ্র্য বিমোচন, বিদেশি সহযোগীতা ছাড়া দেশের টাকায় পদ্মা সেতু নির্মান করে দেশ পরিচালনায় সফল আলোচিত নেত্রী হিসেবে এখন সারা বিশ্বে পরিচিত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বিশ্বে একমাত্র বাঙালী জাতির পিতা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে অনেকে আলোচিত নেতা হয়েছেন, কিন্তু নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু ছাড়া কেউ জাতির পিতা হতে পারেননি । আমরা সেই জাতির পিতাকে হারিয়ে ভগবানের অশেষ কৃপায় মোমবাতির আলো শিখার মত আধাঁরে আলোর পদদিশারিনীকে পেয়েছি। অতীতে খাগড়াছড়িতে জাহেদুল আলমসহ অনেক নেতাকর্মী সুবিধা নিয়ে নির্বাচনের সময় আওয়ামীলীগের বিরোধীতা করেছিল এখনও করছে তাই বিএনপি জামায়াত জাহেদুল আলমসহ আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর অপরাজনীতি রুখে দিয়ে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে আগামী জাতীয় নির্বাচনে বিবাদ ভুলে সকল নেতাকর্মকে ঐক্যবদ্ধ হয়ে দলের সর্বশক্তি দিয়ে কাজ করার আহবান জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা ।

লইক্ষ্যাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, ল²ীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগ্য মারমা প্রমুখ।