
চট্টগ্রাম : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দীন যুক্তিবাদী বলেছেন, নব্য সন্ত্রাসীদের দাপট যেমন সমাজের শৃঙ্খলা নষ্ট করছে, তেমনি আমাদের নেতৃবৃন্দের অবহেলা ও দূর্নীতির কারণে জুঁইদন্ডী ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মানবতার কল্যাণে নিজেকে আত্মনিয়োগ না করে ক্ষমতার দাপটে সমাজ পরিচালনা করছেন বিধায় অত্র এলাকা উন্নয়নে পিছিয়ে আছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ সমাজের ব্যাধি স্বরূপ, ক্ষমতার লোভে সন্ত্রাসী কর্মকান্ড করে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত গণজমায়েত ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা জুঁইদন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে জঙ্গি-সন্ত্রাস নির্মূল ও জুঁইদন্ডী ইউনিয়নে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এর বাজেট যথাযথ বাস্তবায়ন ও একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত বিশাল গণজমায়েত ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, ইতিমধ্যে একনেকে অনুমোদিত বরাদ্দের অর্থ ছাড় পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ করেছে। কিন্তু যথাযথ বাস্তবায়নের অভাবে জুঁইদন্ডী এলাকা জোয়ারের পানিতে ভাসছে। ইসলামিক ফ্রন্ট জুঁইদন্ডী ইউনিয়ন শাখার সি. সহ-সভাপতি এইচ এম আব্দুল মান্নানের সভাপতিত্বে গণজমায়েতে উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স.ম. শহিদুল হক ফারুকী। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম. এম. নাঈম উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট জুঁইদন্ডী ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুল হক আনোয়ারী। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা দক্ষিণ জেলার সাবেক সভাপতি এম. নুরুল আবছার কফিল। ছাত্রনেতা আবু তাহের ও মামুনুর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস আল কাদেরী, শেখ মোহাম্মদ, এম ওয়াহেদ শাহ, ছাত্রনেতা নাছির উদ্দীন, ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি আব্দুল্লাহ আল নোমান, নজরুল ইসলাম, হাফেজ নঈম উদ্দীন, আক্তারুজ্জামান বাবু, মোজাম্মেল হক প্রমূখ।
এর আগে সকাল ১০ টায় খুরুস্কুল গোদার পাড় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সিসি ব্লক ডাম্পিংয়ের বাজেট যথাযথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।