আশ্রয়দাতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
চট্টগ্রামের হাটহাজারীতে ১৮ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম : হাটহাজারী পৌর এলাকার কামাল পাড়ায় অভিযান পরিচালনা করে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম।

জানা যায়, আটক ১৮ রোহিঙ্গা রাখাইন রাজ্যের মংডু হাদি বিল এলাকার বাসিন্দা। হাদি বিল থেকে পালিয়ে এসে গত তিন দিন উখিয়ায় অবস্থান করার পর যানবাহনে চড়ে হাটহাজারীতে চলে আসে।

আবদুল্লাহ আল মাসুম জানান, সোমবার দিবাগত রাতে পৌর এলাকার কামাল পাড়ার জনৈক নূরুল আলমের ভাড়া বাসায় ২৩জন রোহিঙ্গা অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টায় অভিযান পরিচালনা করে তাদের মধ্যে ১৮জনকে আটক করা হয়। তাদের উখিয়ার বালুখালী ক্যাম্পে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, যারা রোহিঙ্গাদের অবৈধভাবে আশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।