সিটি মেয়রের রোগ মুক্তি কামনা
জেলা ক্রীড়া সংস্থার খতমে কোরআন ও দোয়া মাহফিল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের আশু রোগ মুক্তির জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এম.এ.আজিজ স্টেডিয়াম প্যাভিলিয়ন ভবনে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোঃ জিল্লুর রহমান চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি ও সিজেকেএস সহ-সভাপতি এস এম মোস্তাইন হোসেন, চট্টগ্রাম পুলিশ সুপার ও সিজেকেএস সহ-সভাপতি নুরে আলম মিনা, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, মোঃ হাফিজুর রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো: আলমগীর, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, আলহাজ্ব আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, সৈয়দ আবুল বশর, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তানভীর আহমেদ চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সাবেক নির্বাহী সদস্য এবিএম খালেদুজ্জামান দাদুল, সিজেকেএস কাউন্সিলর এস.এম. শহীদুল ইসলাম, ডেরিক র‌্যান্ডলফ, লোকমান হাকিম মো: ইব্রাহীম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, নোমান আল মাহমুদ, কাজী মঈনুল হক মহিউদ্দিন, মকসুদুর রহমান বুলবুল, শাহাদাত হোসেন, আকতারুজ্জামান, মাহমুদুর রহমান মাহবুব, শাহীন সরোয়ার, প্রবীন কুমার ঘোষ, এনামুল হক, দিদারুল আলম, আবু সুফিয়ান, ফরহাদ মুনির জুয়েল, হারুন আল রশিদ, সাইফুল্লাহ্ চৌধুরী, রাশেদুর রহমান মিলন, হারুনুর রশিদ পাটোয়ারী, লিয়াকত আলী জসীম, মো: মোরশেদুল আলম, মো: লুৎফুল করিম সোহেল, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মো: ইসহাক, বিশিষ্ট ক্রীড়ানুরাগী জসীম উদ্দিন ভূঁইয়া সহ সর্বস্তরের ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ প্রমূখ।

শেয়ার করুন