চট্টগ্রাম : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস রোলার স্কেটিং প্রশিক্ষণ ২০১৭ চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামের জিমন্যাশিয়ামে শুরু হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মো: জিল্লুর রহমান চৌধুরী।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল মাসুম। সিজেকেএস নির্বাহী সদস্য ও রোলার স্কেটিং কমিটির চেয়ারম্যান রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে এবং রোলার স্কেটিং কমিটির সম্পাদক আবদুর রশীদ লোকমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সিজেকেএস সহ-সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো: হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাশেম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ডেরিক র্যান্ডলফ, আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, এস.এম. সাইফুদ্দিন, দিদারুল আলম, অনুপ বিশ্বাস, শাহবাজ মুনতাসির চৌধুরী, রোলার স্কেটিং কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, হাজী মোহাম্মদ শাহাবুদ্দীন, যুগ্ম-সম্পাদক আদিল কবির, সদস্য এস এম সাইফুদ্দীন, মোহাম্মদ সাহাব উদ্দীন বাদশা, জাহেদুল আমিন তারেক, এ.বি ছিদ্দিক আল মামুন, সাজেদা বেগম ডলি সহ অংশগ্রহণকারী ৩৩টি স্কুল ও কলেজের ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।