পূজামণ্ডপে ব্যাগ নেয়া যাবে না, আতশবাজি নিষিদ্ধ

আসন্ন শারদীয়া দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপে ব্যাগ বা পোটলা নেয়া যাবে না। পূজা চলাকালে আতশবাজী এবং পটকা ফাটানো নিষিদ্ধ করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-শারদীয়া দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নগরবাসীর উদ্দেশে পুলিশ সদর দফতরের পরামর্শ- পূজা উৎযাপনকালে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন-বাস-লঞ্চে ভ্রমণ করা যাবে না। অপরিচিত কোন ব্যক্তি বা হকারের খাবার গ্রহণ না করারও অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।

এছাড়া প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এবং বিসর্জনকালে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন