গাজীপুরের কালীগঞ্জে বিল থেকে লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে বিল থেকে লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর গাজীপুরের কালীগঞ্জে একটি বিল থেকে দড়ি দিয়ে গলার সঙ্গে বালুর বস্তা বাধা অবস্থায় অমূল্য দাস (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার ফুলদি উত্তরপাড়া এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অমূল্য দাস নরসিংদীর পলাশ থানার বরাব গ্রামের মৃত বলয় দাসের ছেলে।

নিহতের ভায়রা প্রদীব মিত্র জানান, ফুলদি উত্তরপাড়া এলাকার মৃত পেরিমোহনের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করে কৃষি কাজ করতেন অমূল্য দাস। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। গত শনিবার সকালে কাজ করতে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেনি। পরে সম্ভব্যস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রবিবার কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরো জানান, সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম জানান, নিহতের গলার সঙ্গে দড়ি দিয়ে বালুর বস্তা বাধা ছিল। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিয়ষটি তদন্ত করে দেখা হচ্ছে।

কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার লাশ এখানে ফেলে যায়। লাশটি যাতে ভেসে না উঠে তার জন্য গলায় বালুভর্তি বস্তা বেঁধে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।