খাগড়াছড়িতে ত্রিপুরাদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওয়াদুদ ভুইয়া
পাহাড়ি জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান

খাগড়ছড়ি : জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপি সকল সম্প্রদায়ের নিরাপদ ঠিকানা। যার প্রমাণ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ী জনগোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের উন্নয়নে কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে পার্বত্যাঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছিলেন। পাহাড়ীদের ভাগ্য পরিবর্তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনসহ নানা পদক্ষেপ নিয়েছিলেন। পক্ষান্তরে আওয়ামীলীগ পাহাড়িদের জোর করে বাঙালি বানাতে গিয়ে এ অঞ্চলে অশান্তির বীজ বপন করেছে।

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) কলাবাগান আর্দশ যুবসংঘের হলরুমে খাগড়াছড়ি জেলা বিএনপির সাথে ত্রিপুরা সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াদুদ ভূইয়া ত্রিপুরা নেতৃন্দের প্রতি প্রশ্ন রেখে আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য ত্রিপুরা সম্প্রদায়ের, প্রতিমন্ত্রীর মর্যাদায় টাস্কফোর্স চেয়ারম্যান ত্রিপুরা সম্প্রদায়ের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্বে ত্রিপুরা সম্প্রদায়ের। অথচ ত্রিপুরা জনগোষ্ঠী এত অবহেলিত কেন ? কেন চাকরী নিতে ৮-৯ লাখ টাকা ঘুষ লাগে। বৈষম্যহীন উন্নয়নের সুযোগ পেতে আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ত্রিপুরা সম্প্রদায়ের প্রতি আহবান জানান ওয়াদুদ ভূইয়া।

এসময়, ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, আওয়ামীলীগ মিথ্যা আশ্বাস দিয়ে বার বার পাহাড়ীদের ভোট নিয়ে প্রতারণা করেছে। ক্ষমতায় গিয়ে পাহাড়ীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই আগামী নির্বাচনে পাহাড়িরা ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগকে প্রত্যাখান করে বিএনপির পতাকা তলে সমবেত হবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মণীন্দ্র কিশোর ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, অনিমেষ দেওয়ান নন্দিত, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও সাংগঠনিক সম্পাদক ত্রিপুরা যুব ফ্রন্টের আহবায়ক খনি রঞ্জন ত্রিপুরা প্রমুখ।