পতেঙ্গায় বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ পিস বিদেশি সিগারেটসহ মো. মিজানুর রহমান (২২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

মিমতানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কিছু চোরাকারবারি মিয়ানমার থেকে অবৈধভাবে আনা সিগারেট বেচাকেনার উদ্দেশ্যে পতেঙ্গা সৈকত এলাকার সী ফ্লোজার রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসের বিপরীতে হাসান স্টোরের ভেতরে অবস্থান করছে। এরপর আমরা অভিযান পরিচালনা করি। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মিজানুর রহমানকে আটক করি।

এসময় ঘটনাস্থল তল্লাশি করে ৫ হাজার ৬০০ পিস ডাবল হ্যাপিনেস (চায়না) সিগারেট উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে সিগারেট চোরাচালান এবং চোরাচালানকৃত সিগারেট চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিক্রয় কাজে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে।

আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি ধারা মোতাবেক পতেঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মো. মিজানুর রহমান সাতকানিয়ার ঢেমশা চৌধুরী হাট এলাকার আব্দুর রহমানের ছেলে।

শেয়ার করুন