বান্দরবানে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবানে প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান : বান্দরবান পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় ৩০ কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বুধবার (২৮ অক্টোবর) বান্দরবান পৌর এলাকার বালাঘাটা, উজানীপাড়া ও জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ফলক উম্মোচন করে এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়।

ইউজিআইআইপি’র অর্থায়নে মোট প্রকল্প বাস্তবায়ন হবে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে। প্রকল্পের মধ্যে রয়েছে পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, আরসিসি রিটেইনিং ওয়াল ও আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন।

আরো পড়ুন : মোহতামিম কাসেমী, শিক্ষা সচিব হাবিবুল্লাহ নদভী
আরো পড়ুন ; ফ্রান্স ক্ষমা না চাইলে দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে

এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর শেষে বান্দরবান পৌরসভার পৃথক পৃথক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, আপনার শহর আপনাকে পরিস্কার রাখতে হবে। জনগণকে উন্নয়ন কাজের তদারকি ও পরামর্শ দিতে হবে। তিন পার্বত্য জেলার ৭টি পৌরসভার ব্যাপক উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন বাস্তবায়িত হলে বান্দরবান, লামাসহ অন্যান্য পৌর এলাকার চিত্র পাল্টে যাবে।

এসময় বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদ্দুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুই খই মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ সামশুল ইসলাম, পৌরসভার সচিব মোঃ তৌহিদুর ইসলাম, প্যানেল মেয়র দীলিপ বড়ুয়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, আবুল খায়ের আবুসহ প্রমুখ।